মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts অপশনটি চালু করবেন যেভাবে

মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts

ভূমিকম্প (Earthquake) এর আগাম পূর্বাভাস যথাযথভাবে দেওয়া সম্ভব নয় কিন্তু মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts যথাযথভাবে কিছুটা দেওয়া সম্ভব। কারন এখনও সেরকমের কোন প্রযুক্তি আবিষ্কার করা যায়নি এই বর্তমান আধুনিক যুগে। এখনও আমরা প্রকৃতির নিষ্টুর আচরনের কাছে অসহায়। তবে কেউ কেউ দাবি করেছেন যে আংশিক সতর্কতা প্রদানে সক্ষম এমন কিছু প্রযুক্তি আবিষ্কার হয়েছে বলে তারা দাবি করে আসছেন। বর্তমানে স্মার্ট মোবাইল ফোন গুলো ভূমিকম্প সম্পর্কে পূর্বাভাস বা সতর্কতা যথাযথভাবে প্রদান করা সম্ভব না হলেও, মোবাইল ফোনের সেটিং থেকে খুব সহজেই এই অ্যালার্ট সিস্টেম চালু করে ভূমিকম্প সম্পর্কে হালনাগাদ ও আংশিক তথ্য পাওয়া যেতে পারে।

এইতো গত ডিসেম্বর মাসের ০২ তারিখ সকাল ৯.৩০ মিনিটে ৫ দশমিক ৬ স্কেল বা মাত্রায় ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে। আর ভূমিকম্পের পরপরই তাৎক্ষণিক পাওয়া অ্যান্ড্রয়েড Earthquake alerts সিস্টেমের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ স্কেল। এখন আপনাদের মনে সন্দেহ হতে পারে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ স্কেলের কিন্তু মোবাইল ফোন মাত্রা পরিমাপ করলো ৫ দশমিক ৩ স্কেল। এটার করন হলো ভূমিকম্পের মাত্রা বা স্কেল সব জায়গায় এক রকম হয় না । যে স্থানে মোবাইল ফোনটি ছিল ঐ স্থানের মাত্রা ৫ দশমিক ৩ স্কেলে, তাই মোবাইল ফোনটি এই মাত্রা রেকড করতে সক্ষম হয়।

ভূমিকম্পের  যথাযথ পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও, মোবাইল ফোনের সেটিং থেকে খুব সহজেই এই অ্যালার্ট সিস্টেম চালু করার মাধ্যমে ভূমিকম্প সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যেতে পারে। আজকের এই পোস্টে মোবাইল ফোনে ‘ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts’ অপশনটি চালু করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 

আরও পড়ুনঃ রয়েল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা ও ইতিহাস

Android মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts অপশনটি যেভাবে চালু করবেন:

১. প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে গিয়ে যাবেন।

২. সেটিং অপশনে গিয়ে নিচের দিকে দেখতে পাবেন ‘Safety & emergency’ নামে যে অপশনটি পাবেন সে অপশনটি ক্লিক করুন।

৩.‘Safety & emergency’ অপশনটি ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন। সে অপশন গুলো মধ্যে থেকে Earthquake alerts নামে যে অপশনটি পাবেন সে অপশনটি ক্লিক করুন।

৪.অপশনটি ক্লিক করার পর যে নিচে প্রদশিত চিত্রের ন্যয় Interface আসবে, এখানে Earthquake alerts অফ অবস্থায় থাকবে সেটিকে অন করে দিবেন।

মোবাইল ফোনে 'ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts' অপশনটি চালু করবেন যেভাবে

এ পর্যায়ে আপনাকে ‘Location’  অপশনটি চালু করার (যদি ইতোমধ্যে চালু না থাকে) কথা জানানো হবে। বেশ কিছু Android ফোনের সেটিং  ‘Safety & emergency’  অপশনটি নাও থাকতে পারে। সে ক্ষেত্রে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১. আপনার ফোনের সেটিং অপশনে যান।

২. তারপর ‘Location’ অপশনটিতে ক্লিক করুন

৩. ‘Earthquake alerts’ অপশনটি খুজে পেতে নিচে স্ক্রল করুন। আশা করি কাজ হবে।

‘ভূমিকম্প সতর্কতা বা Earthquake alerts’ চালু ও ব্যবহারর জন্য বা সঠিকভাবে কাজ করার জন্য মোবাইল ফোনের ডেটা বা ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেটেরসাথে সংযুক্ত রাখতে হবে। তাছাড়া ‘Location’ অপশনটি অন রাখতে হবে।

মনে রাখবেন, আপনি যদি Android ভার্সন ১২ এর নিচের কোনো অপারেটিং সিস্টেম ইজার হন তবে উপরের ধাপগুলো ভিন্ন হতে পারে। তাছাড়া সাধারণত বেশিরভাগ আপডেট মডেরের Android ফোন বা গুগল প্লে স্টোর সমর্থিত ফোনে এই ধাপগুলো প্রায় একইরকম থাকে।

আইফোনে ভূমিকম্পের সতর্কতা চালু করবেন যেভাবে:

আপনি যদি আইফোন ব্যবহার করেন তবে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে-

১. প্রথমে সেটিংস অপশনে যান

২. ‘নোটিফিকেশন’ এ ক্লিক করুন

৩. ‘ইমারজেন্সি অ্যালার্টস’ পেতে নিচে স্ক্রল করুন

৪. অপশনটি টগল করে সতর্কতা চালু বা বন্ধ করুন

ফোনে ভূমিকম্পের সতর্কতা যেভাবে কাজ করে:

ভূমিকম্পের সতর্কতা -Earthquake alerts চালু থাকলে আপনি যে স্থানে আছেন তার কাছাকাছি কোন স্থানে ভূমিকম্প শনাক্ত হলেই আপনার কাছে বার্তা পাঠারো হবে। সতর্কতায় ভূমিকম্পের আনুমানিক স্কেল বা মাত্রা এবং আপনার অবস্থান থেকে ভূমিকম্পের দূরত্ব উল্লেখ থাকবে। সতর্কতা বার্তা ভূমিকম্প শুরু হওয়ার আগে, চলাকালীন বা পরে পাঠানো হয়।

ফিচারের নির্দেশনা অনুযায়ী, ব্যবহারকারীর অবস্থান ব্যবহার করে কাছাকাছি ৪ দশমিক ৫ এবং তার বেশি মাত্রার ভূমিকম্প সম্পর্কে অনুমিত তথ্য পাঠায় মোবাইল ফোনে।

মনে রাখতে হবে, ভূমিকম্পের মাত্রা এবং কম্পনের তীব্রতার তথ্যে সম্পূর্ণ সঠিক নাও হতে পারে।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top