CDN কি? CDN কিভাবে কাজ করে?

CDN কি? CDN কিভাবে কাজ করে?প্রতিটি ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পীড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যারা ওয়েবসাইট বা ব্লগ পরিচালনা করে থাকি এ বিষয়ে কম বেশি আমরা সকলেই জানি। আর ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পীড সঠিক রাখার জন্য বিভিন্ন ধরণের কৌশল ব্যবহার করে থাকি। আর বিভিন্ন ধরণের কৌশলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো CDN।

Google Ranking Factor অনুসারে যদি আপনার ওয়েবসাইট বা ব্লগের গতি ভাল হয় তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগের র‌্যাকিং বৃদ্ধি পাবে। আবার আপনার ওয়েবসাইট বা ব্লগের স্পীড অনেক কম হয় তাহলে আপনার সাইটের র‌্যাংকিং কমে যেতে পারে।

অনেক সময় ওয়েবসাইট ভালোভাবে অপ্টিমাইজ করার পরও আমাদের ওয়েবসাইটের স্পীড কমে যায়, যার ফলে ওয়েবসাইট বা ব্লগের লোডিং এর সময় বেড়ে যায় এবং সেই সাথে সাইটে বাউন্স রেটও বেড়ে যায়। এছাড়াও ওয়েবসাইটের নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ সকল বিষয়ের সমাধান হতে পারে CDN, কারণ CDN আপনাকে ওয়েবসাইটে বিনামূল্যে SSL নিরাপত্তা প্রদানের পাশাপাশি আপনার ওয়েবসাইটের পতি অনেকটা বৃদ্ধি করে।

আজকের আর্টিকেলের আমি আপনাদের সাথে শেয়ার করবো CDN কি এবং CDN কিভাবে কাজ করে?- এর বিস্তারিত বিষয়াদি নিয়ে। চলুন শুরু করা যাক-

CDN কি :

আসলে Content Delivery Network কে সংক্ষেপে CDN বলা হয়। Content Delivery Network (CDN) এর প্রধান কাজ হলো একটি ওয়েবসাইটের লোডিং স্পীড বৃদ্ধি করা।

Content Delivery Network (CDN) হলো অনেক গুলো সার্ভারের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। এসব নেটওয়ার্কের ডেটা সার্ভারগুলো বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত, যা ব্যবহারকারীদের ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে নিকটতম সার্ভার থেকে ডেটা সরবরাহ করে। উদাহরণ হিসেবে বলতে গেলে, আপনার হোস্টিং সার্ভার বাংলাদেশে আছে এবং যখন একজন অ্যামেরিকান ভিজিটর আপনার ওয়েবসাইটের একটি পেজে প্রবেশের জন্য অনুরোধ করে, তখন Content Delivery Network (CDN) সেই অ্যামেরিকান ভিজিটরকে সেই তার নিকটবর্তী সার্ভারের মাধ্যমে Content সরবরাহ করে থাকে।

সহজ ভাবে বলতে গেরে ব্যবহারকারীরা আপনার ব্লগ বা ওয়েবসাইট পরিদর্শন করে তখন তারা একটি সিডিএন সার্ভারের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটে পরিদর্শন করে থাকে। এটি আপনার সার্ভারের লোড কমানোর পাশাপাশি এটি ব্যান্ডউইথ সাশ্রয় করে এবং আপনার সাইটের লোডিং স্পীড উন্নত করে।

CDN কিভাবে কাজ করে?

মূলত আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করেন তখন আপনি একটি হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনে থাকেন এবং আপনার ওয়েবসাইটের সমস্ত ফাইল আপনার হোস্টিং প্রোফাইলে সংরক্ষণ করে রাখেন।

আপনার হোস্টিং প্রদানকারীর সার্ভার যার ভেতরে আপনার সাইটের সমস্ত ডেটা বা ফাইল সংরক্ষণ করা হয়, তা একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ থাকে। কিন্তু যে ভিজিটর আপনার ওয়েবসাইট পরিদর্শন করবে সে পৃথিবীর যে কোন স্থানে অবস্থান করতে পারে এবং তারা সেখান থেকে তাদের কম্পিউটার বা মোবাই থেকে আপনার ওয়েবসাইটের পেজ দেখার অনুরোধ করতে পারে। আর এভাবেই আপনার ওয়েবসাইটের ফাইলগুলো অনেক গুলো স্থান ঘুরে ভিজিটরের কাছে পৌছায়।

আরও পড়ুনঃ Windows 11 Active করার সবচেয়ে সহজ উপায়

আর আপনার ওয়েবসাইটের ফাইল গুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগার কারণে আপনার ওয়েবসাইটের লোডিং স্পীড বেড়ে যায়। তাই যদি আপনার হোস্টিং সেবা প্রদানকারীর সার্ভার গুলো পৃথিবীর প্রতিটি স্থানে ছড়িয়ে থাকে এবং আপনার ওয়েবসাইটের ফাইল গুলো সমস্ত সার্ভারে উপস্থিত থাকে, তাহলে যখন কোন কোন ভিজিটর যেকোনো স্থান থেকে আপনার ওয়েবসাইটের ফাইল গুলো দেখার অনুরোধ করে, তখন নিকটতম সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো ভিজিটরদের সামনে উপস্থাপন করা যেতে পারে।

এর ফলে আপনার ওয়েবসাইটের ফাইলগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমন করতে হয় না এবং যার ফলে সাইটের ফাইল গুলো ভিজিটরের সিস্টেমে দ্রুত লোড হয় এবং এই সকল কাজ গুলো সিডিএন অর্থাৎ কন্টেট ডেলিভারি নেটওয়ার্ক দ্বারা সম্পন্ন হয়ে থাকে।

সিডিএন বা কন্টেট ডেলিভারি নেটওয়ার্ক বর্তমানে সারা বিশ্বে প্রায় সব জায়গায় ছরিয়ে আছে। একটি সিডিএন হল সার্ভারের একটি নেটওয়ার্ক যা সারা পৃথিবীতে ছড়িয় আছে।

সিডিএন আপনার ওয়েবসাইটের সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের অস্থায়ী Cache File কারেক্ট করে এবং সেগুলো আপনার সার্ভারের ক্যাশে মেমরিতে সঞ্চয় করে। ওয়েবসাইট Cache File সংরক্ষণ করার এই প্রক্রিয়াটি সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার প্রতিটি সার্ভারে পুনরাবৃত্তি করে। যখন কোন ভিজিটর তার কম্পিউটারে বা মোবাইল থেকে আপনার ওয়েবসাইটের ফাইল দেখার অনুরোধ করে, তখন সে আপনার ওয়েবসাইটের ফাইলগুলি ভিজিটরের সিস্টেমে তার সার্ভার থেকে উপস্থাপন করে।

আরও পড়ুনঃ NFC কি? NFC কিভাবে কাজ করে?

এর ফলে আপনার ওয়েবসাইটের ফাইলগুলিকে হোস্টিং সার্ভার থেকে ভিজিটরের অবস্থানে ভ্রমন করতে হয় না। যার কারণে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বহু গুনে বহু বৃদ্বি পায়।

একটি ব্লগ ওয়েবসাইটের জন্য CDN কেন প্রয়োজন?

আপনি যদি আপনার সাইটে সিডিএন ব্যবহার না করেন, সেক্ষেত্রে যখন কোন ব্যবহারকারী আপনার সাইটে আসে তারা আপনার ওয়েব হোস্টের সার্ভারের মাধ্যমে সাইটটি ভিজিট করে। এমন অবস্থায় যদি আপনার ওয়েবসাইটের ট্রাফিক অনেক বেড়ে যায়, তাহলে আপনার সার্ভার ওভারলোড হতে পারে এবং সাইট স্লো হয়ে যেতে পারে এমনকি সার্ভার ক্র্যাশওহেয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ জনপ্রিয় কিছু মুভি ডাউনলোড করার ওয়েবসাইট ২০২৪

কিন্তু যখন আপনি আপনার সাইটে CDN ব্যবহার করবেন, তখন এটি আপনার সাইটের ক্যাশে ভার্সন তৈরি করবে-যেমন, ইমেজ, CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট, ফ্লাশ ইত্যাদি) এবং ভিজিটরের অবস্থানের সবচেয়ে কাছের সার্ভারের মাধ্যমে কন্টেন্ট সরবরাহ করবে। এটি আপনার সার্ভারের লোডিং স্পিড উন্নত করে।

এছাড়াও যদি আপনি ব্যান্ডউইথের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করেন, তাহলে এটি আপনার ব্যান্ডউইথ খরচও কমিয়ে দেয়।

CDN ব্যবহারের সুবিধা:

উপরের অংশটি পড়ার পরে, আপনি জানতে পেরেছেন যে সিডিএন কি এবং এটি কেন ব্যবহার করা হয় ও এর প্রয়োজন সম্পর্কে। আর এরই ধারাবাহিকতায় আমরা সিডিএন ব্যহারের কিছু সুবিধা নিচে আলোচনা করা হল।

আরও পড়ুনঃ বিটকয়েন (Bitcoin) কি ও কিভাবে কাজ করে?

  • যদি আপনার সাইটে অনেক বেশি ট্রাফিক থাকে, তাহলে আপনার সাইটে সিডিএন ব্যবহার করে আপনি আপনার সাইটে ডাউনটাইম এবং গতির সমস্যা সমাধান করতে পারেন।
  • এটি আপনার সাইটের লোডিং স্পিড বৃদ্ধি করে। আর আমরা সবাই জানি যে গুগল ওয়েবসাইট লোডিং স্পিডকে র‌্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ব্যবহার করে। যদি আপনার সাইট দ্রুত লোড হয়, তহলে আপনার সাইট গুগল সার্চ রেজাল্টে ভালো র‌্যাঙ্কিং পাবে।
  • এটি আপনার ওয়েবসাইটের হোস্টিং সার্ভারের লোড কমায় এবং আপনার সাইটকে ক্র্যাশ হওয়া থেকে রক্ষাকরে। মূল সার্ভারের মাধ্যমে দর্শানার্থীদের কাছে বিষয়বস্তু পরিবেশন করার পরিবর্তে এটি সারা বিশ্বে অবস্থিত সার্ভারের ভেতর থেকে সবচেয়ে কাছের সার্ভারের মাধ্যমে ভিজিটরদের সামনে কন্টেন্ট উপস্থাপন করে ।
  • আপনি যদি আলাদা ভাবে ব্যান্ডউইথের জন্য অর্থ প্রদান করেন, তাহলে আপনি সিডিএন ব্যবহার করে ব্যান্ডউইথের খরচ কমাতে পারবেন।

Content Delivery Network (CDN) সার্ভিস প্রদান করে এমন কোম্পানি গুলো হল-

  • Amazon CloudFront
  • Google Cloud CDN
  • CloudFlare CDN
  • Akamai CDN
  • StackPath CDN
  • Sucuri CDN
  • KeyCDN
  • CacheFly CDN

এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র Content Delivery Network (CDN) সার্ভিস প্রদান করে থাকে। তবে এগুলোর মধ্যে CloudFlare CDN হলো সব চাইতে জনপ্রিয় সার্ভিস। আর CloudFlare এর মাধ্যমে আপনি ফ্রি তে সিডিএন সার্ভিস ব্যবহার করতে পারবেন।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

পরিশেষে, CDN একটি ওয়েবসাইটকে দ্রুত এবং মসৃণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি আপনার সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিজিটর আসে, তাহলে আপনার সাইটে অবশ্যই একটি সিডিএন ব্যবহার করা উচিত। এটি আপনার সাইটকে ক্র্যাশ হওয়া থেকে রক্ষা করবে, সার্ভারের লোড কমায়, সাইট লোড দ্রুত করে এবং আরও অনেক কিছু করতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top