CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?

0
cpa-20Marketing.png
CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?
CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের মনে অবশ্যই “CPA Marketing” নিয়ে একবার হলেও প্রশ্ন এসেছে। CPA Marketing কে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবেও ধরা যেতে পারে, যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং থেকে সম্পূর্ণ আলাদা।

অর্থাৎ সিপিএ মার্কেটিং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিকল্প একটি পদ্ধতি যেখানে একজন মার্কেটারকে একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য নির্দিষ্ট পরিমান কমিশন দেওয়া হয়। এটি হতে পারে কোনো ভিডিও দেখা বা একটি লিংকে ক্লিক করা, ফরম পূরণ করা বা পণ্য ক্রয় করা ইত্যাদি।

CPA মার্কেটিং এর মাধ্যমে কাজ করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে একটি অফার প্রমোট করতে হয়। এজন্য আপনার যদি একটি নিজস্ব ওয়েবসাইট থাকে এবং অনেক ই-মেইল সংগ্রহ করা থাকে তাহলে খুব সহজেই সিপিএ মার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন।

সিপিএ মার্কেটিং এর সম্পূর্ণ প্রক্রিয়াটি Affiliate Marketing এর মতই। তবে Affiliate Marketing এর ক্ষেত্রে পণ্যের বিক্রি করতে পারলেই আপনি কমিশন পাচ্ছেন কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে পণ্যের বিক্রি  না হলেও অন্যান্য কিছু কাজ করার জন্য কিছু কমিশন আয় করা যেতে পারে।

এবার চলুন “CPA Marketing কি? What is CPA Marketing in Bangla” এবং এ বিষয়ে সম্পূর্ণ তথ্য এই পোস্টের মাধ্যমে আমরা জেনে নেই।

CPA Marketing কি?

CPA শব্দের পূর্ণরূপ হল Cost Per Action। সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি যে কোনো পণ্যের প্রচার এবং প্রসার এর জন্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায় প্রচার এবং ব্র্যাডিং করতে চাইলে অবশ্যই মার্কেটিং করা প্রয়োজন। CPA মার্কেটিং এ পণ্য উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার এবং প্রমোশনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মার্কেটারদের কাছ থেকে প্রচার করিয়ে নিয়ে থাকে। CPA মার্কেটিং এ বিজ্ঞাপনদাতারা শুধুমাত্র পণ্য বিক্রির জন্যই নয় বরং গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের জন্য CPA Marketing করে থাকেন।

এটাকে একটি অনলাইন মার্কেটি এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানি গুলো নিজের Business, Service বা Product গুলোর প্রচারের ক্ষেত্রে Publisher এবং Advertiser দের সাহায্য নেয়।

এখানে প্রচার বলতে কোম্পানি গুলো কিছু কাজ ধরে দিবেন যেমন- Software download, Form fill up, Email submission, Form registration এবং Survey ইত্যাদি। আর একজন Publisher হিসেবে এই ধরণের কাজ গুলো আপনাকে করতে হবে নিজের ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে। এবং সফলতার সাথে কাজ গুলো করতে পারলে কোম্পানির কাছ থেকে প্রত্যেক কাজের বিনিময়ে কমিশন পাবেন।

সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে মূল পার্থক্য হলো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কোন কিছু বিক্রি করতে হয় না। সিপিএ মার্কেটিং মূল উদ্দেশ্য হলো লিড তৈরি করা। অর্থাৎ কিছু ধরে দেওয়া কাজ গুলো ব্লগ বা ওয়েবসাইটে আশা ইউজারদের দ্বারা করানো।

সিপিএ মার্কেটিং এর লাভ কি?

আপনার যদি একটি ওয়েবসাইট, ব্লগ, এপ্লিকেশন বা ভালো সংখ্যার ইমেইল লিস্ট থাকে তাহলে ইন্টারনেটে থাকা অন্যান্য মাধ্যম গুলোর তুলনায় CPA মার্কেটিং থেকে অধিক সহজে অনলাইন ইনকাম। তাছাড়া CPA মার্কেটিং এর আরও অন্যান্য কিছু লাভ রয়েছে-

  • এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কোনো ধরণের বিক্রি না করেও ইনকাম সম্ভব।
  • Form fill up, Survey, Apps Install ইত্যাদি কাজ গুলো করিয়ে ইনকাম করুন।
  • CPA মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সহজেই Conversion হওয়ার সুযোগ থাকছে।
  • এখানে তেমন কোনো কৌশল এর প্রয়োজন নেই।
  • কেবল অফার গুলো দেখুন এবং নিজের ওয়েবসাইট, ব্লগ বা এপ্লিকেশন ট্রাফিক এর মাধ্যমে করিয়ে নিন।

মনে রাখবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পণ্য বিক্রি করতে হবে এবং লোকেরা সহজে আপনার ওয়েবসাইট থেকে দেখে পণ্য কিনতে চাইবে না। তাই এই ক্ষেত্রে টাকা আয় করাটা অনেক কষ্টের ব্যাপার।

কিন্তু CPA মার্কেটিং এর ক্ষেত্রে কেবল Form fill up, Survey, Apps Install ইত্যাদি এর মতো সাধারণ কাজ আপনাকে করতে হবে। তাই এই ক্ষেত্রে লোকেরা অনেক সহজেই কাজ গুলো করে থাকে এবং এর ফলে অনেক সহজেই ইনকাম করে থাকে।

CPA Marketing এ কি কি কাজ পাওয়া যায়?

বর্তমান সময়ে CPA মার্কেটিং এর চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য এর কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে। ফলে সিপিএ মার্কেটিং নেটওয়াক গুলোতে এখনো অনেক ধরণের আকর্ষণীয় কাজের অফার পাওয়া যায় এবং এই অফার গুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। যেমন- Pay Per Lead, Pay Per Download ও Pay per Sale।

১. Pay Per Lead: এ ধরনের অফার গুলো হয় সাইন আপ, বিভিন্ন জরিপে অংশ নেওয়া, ই-মেইল সাবমিট ইত্যাদি। 

২. Pay Per Download: এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি।

৩. Pay Per Sale: এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।

বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার রয়েছেন যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছেন। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন-

  • ই-মেইল বা জিপ কোড সংগ্রহ করা।
  • বিভিন্ন ফরম পূরণ করা
  • যে কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা।
  • যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করা।
  • পণ্য কেনা বা সেবা গ্রহণ করা ইত্যাদি।
  • কোম্পানির কোনো ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব করানো।

CPA কিভাবে কাজ করে?

ইন্টারনেটে কিছু Advertisement Company রয়েছে, যে গুলোতে বিভিন্ন কোম্পানি গুলো তাদের Business, Product বা Service গুলোর সাথে জড়িত প্রচার বা অন্যান্য কাজ করানোর ক্ষেত্রে সংযুক্ত হয়।

এই ক্ষেত্রে উৎপাদন কোম্পানি গুলো এই Advertisement Company গুলোকে কিছু টাকা অবশ্যই দেন। এই ধরণের Advertisement Company গুলোকে বলা হয় Affiliate Network, CPA Network ইত্যাদি।

এখন যদি আপনার কাছে একটি ওয়েবসাইট, ব্লগ, এপ্লিকেশন বা ভালো সংখ্যার ইমেইল লিস্ট থাকে তাহলে এই CPA Network গুলোতে আপনি রেজিস্টার করে একজন Publisher হিসেবে Account তৈরি করতে পারবেন।

তারপর CPA Network গুলোতে থাকা বিভিন্ন কাজ গুলো আপনি নিজে নিজের ব্লগ বা ওয়েবসাইটে আসা Traffic এবং Visitors দিয়ে করিয়ে নিতে পারবেন।

সফলতা পূর্বক ভাবে ধরে দেওয়া কাজ গুলো করিয়ে নিতে পারলে সেই CPA Network গুলোর থেকে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে। আর এভাবেই CPA মার্কেটিং  কাজ করে থাকে।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

সিপিএ মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয়?

সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি সহজ অধ্যায়। এখানে যে কেউ সিপিএ মার্কেটিং করতে পারবেন তার জন্য আপনার জানা থাকা জরুরী হলো ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক জ্ঞান এবং কম্পিউটার পরিচালনায় সাধারণ দক্ষতা। তাছাড়া সিপিএ মার্কেটিং এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয় যেমন-

  • একটি সচল ই-মেইল এ্যাকাউন্ট
  • একটি সচল ইন্টারনেট কানেকশন
  • একটি সচল কম্পিউটার
  • কনটেন্ট মার্কেটিং সম্পর্কে সাধারণ দক্ষতা
  • প্রতিদিন কাজ করার জন্য তিন থেকে চার ঘন্টা সময়
  • ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো জ্ঞান
  • ইংরেজি ভাষায় জ্ঞান
  • নিজের একটি ব্লগ বা ওয়েবসাইট
  • সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ ইত্যাদি।

উপরোক্ত জিনিস গুলো থাকলেই আপনি সিপিএ মার্কেটিং কাজ শুরু করতে পারবেন। শুরুতে যদি আপনার নিজস্ব কোন ওয়েবসাইট না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও কাজ করতে পারবেন।

সিপিএ মার্কেটিং এ কিভাবে কাজ করতে হয়?

সিপিএ মার্কেটিং এ কাজ করতে হলে প্রথমে আপনাকে বিভন্ন ধরণের সিপিএ মার্কেটিং ওয়েবসাইটে অংশ গ্রহন করে কোন একটি প্রোগ্রামে অংশ নিতে হবে। সিপিএ মার্কেটিং এর অফার গুলো প্রমোট করার জন্য আপনি দুইটি মার্কেটিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

১. ফ্রি মার্কেটিং:

সিপিএ মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার একটি ব্লগ ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া থাকতে হবে। সেখানে আপনাকে কনটেন্ট লিখে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে সিপিএ মার্কেটিং করতে পারছেন।

এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া গুলোতে বেশ একটিভ থাকতে হবে। ইউটিউব, ফেসবুক, টুইটার, লিংকডিন, টাম্বলার ইত্যাদি ওয়েবসাইটে এ্যাকাউন্ট এবং পেজ তৈরি করে নিয়মিত পোস্ট করতে হবে।

২. পেইড মার্কেটিং:

ফ্রি সিপিএ মার্কেটিং এর চাইতে পেইড মার্কেটিং বেশ কার্যকরী। কারণ পেইড মার্কেটিং এ খুব দ্রুত লিড সংগ্রহ করা যায়। আপনি যদি সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা গুগলে বিজ্ঞাপন দিয়ে পেইড মার্কেটিং করতে পারেন। পেইড মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়।

সিপিএ মার্কেটিং কিভাবে শুরু করবেন?

সিপিএ মার্কেটিং শুরু করার জন্য অনেক নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে অনেক ভূয়া সিপিএ নেটওয়ার্কও রয়েছে যারা ঠিক মতো পেমেন্ট করে না এবং বিভিন্ন ধরনের প্রতারণা মূলক কাজ করে থাকে। তাই সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু সর্তকতা অবলম্বন করা প্রয়োজন। মোটামুটি সহজে রেজিস্ট্রেশন করে একাউন্ট এপ্রুভ করা যায় এমন তিনটি নেটওয়ার্ক হচ্ছে CPAGRIP, Adworkmedia, CPAlead

  • সিপিএ মার্কেটিং এর কাজ শুরু করতে হলে প্রথমে আপনাকে আপনার পছন্দের একটি সিপিএ মার্কেটপ্লেসে আপনার সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট করতে হবে।
  • এরপর আপনাকে আপনার পছন্দের একটি নিস বা ক্যাটাগরি সিলেক্ট করে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।
  • সেখান থেকে আপনার পছন্দের অফারটি সিলেক্ট করতে হবে। অফারটিতে ক্লিক করলে পেজ শো করবে।
  • সেখান থেকে আপনাকে Share Affiliate Link To Earn লিংকটি কপি করতে হবে।
  • এরপর উক্ত অফারটি প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

সিপিএ নেটওয়ার্কে রেজিস্ট্রেশন পদ্ধতি: 

CPAGRIP নামক সিপিএ মার্কেটপ্লেসে কিভাবে একাউন্ট করতে হয় এবং কিভাবে অফারে অংশগ্রহণ করতে হয় তা তুলে ধরা হলো।

CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?
CPA Marketing

  • প্রথমে নিজের নাম, ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ও ইস্কাইপি আইডি দিয়ে CPAGrip.com ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।

CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?
CPA Marketing

  • এরপর একাউন্ট করে ইমেইল ভেরিফাই করার পর একাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।

  • তারপর অফার পেজে গিয়ে বিভিন্ন ধরণের অফার পছন্দ করে কাজ শুরু করতে পারেন।

নিম্নে কিছু অফারের নমুনা তুলে ধরা হলো-

CPA Marketing কি? সিপিএ মার্কেটিং এ কি কি কাজ পাওয়া যায়?
CPA Marketing

পরিশেষে বলা যায় যে, সিপিএ মার্কেটিং একটি জনপ্রিয় মার্কেটিং পদ্ধতি। যা অনলাইনে ডিজিটাল মার্কেটারদের দ্বারা করা হয়। এটি কোন পণ্য বা সেবা বিক্রয় না করে শুধুমাত্র প্রচার ও প্রচারনার জন্য ভালো পরিমানে অর্থ দিয়ে থাকে। যারা তুলনামূলক কম প্ররিশ্রম করে ইনকাম করতে চান তাদের জন্য সিপিএ মার্কেটিং খুব ভালো আয়ের একটি মাধ্যম হবে বলে আশা করি।  

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *