কম্পিউটারে বাংলা টাইপিং কিভাবে করতে হয় আমরা অনেকেই তা জানিনা। কম্পিউটার সর্ম্পকে আমাদের সাধারন ধারনা থাকলেও টাইপিং কিভাবে করতে হয় সে সস্পর্কে তেমন কোন ধারনা নেই, বিষেশ করে বাংলা টাইপিং এর ক্ষেত্রে। তাই যারা কম্পিউটারে বাংলা এ দক্ষ নয় বা জানে না তারা সচরাচর অনলাইনে সার্চ করে থাকেন কিভাবে কম্পিউটারে বাংলা টাইপিং করতে হয়, তবে কম্পিউটারে বাংলা লিখা তেমন কোন কঠিন কোন বিষয় নয়।
কম্পিউটারে বাংলা টাইপিং করার নিয়ম একবার জানা থাকলে আপনার কাছে খুব কঠিন বিষয় মনে হবে না।কম্পিউটারে বাংলা লিখার জন্য একটি বাংলা কিবোর্ড ব্যবহার করতে হবে। এছাড়াও কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরন করে টাইপিং এ ভাল দক্ষতা অর্জন করা যায়। আজকে আমরা কম্পিউটারে বাংলা কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় তা লিখার বা শিখানোর চেষ্টা করব।
কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় কেোর্ড সবচেয়ে জনপ্রিয় ও সবচাইতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাংরা লেখার কাজে বিজয় কিবোর্ড ব্যবহার হয়ে থাকে। বিজয় কিবোর্ড ব্যবহারের মূল কারন হচ্ছে বিজয় কিবোর্ড দিয়ে যে কোন ধরনের যুক্তবর্ণ সঠিকভাবে লিখা যায়। যা অন্য কিবোর্ডে বাংলা লিখা সম্ভব হলেও যুক্তবর্ণ লিখার ক্ষেত্রে অনেক বেক পহাতে হয়। তাছাড়া বিজয় কিবোর্ড সফটওয়ার ব্যবহার করে একসাথে Unicode এর মাধ্যমে অনলাইনে বাংলা লিখার সুবিধা থাকায় সবাই এটিকে বেশি প্রাধ্যন্য বা গুরুত্ব দিয়ে থাকে।
বর্তমানে বেশীরভাগ সরকারী ও বেসরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কম্পিউটারে জানার বিষয়টি উল্লেখ থাকে। এক্ষেত্রে অধিকাংশ লোক কম্পিউটার মোটামোটি জানে কিন্তু বাংলা লিখা জানা না থাকার কারনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তাছাড়া কিছু চাকরি রয়েছে (যেমন-অফিস সহকারী ও কাম-কম্পিউটার অপারেটর) যেগুলোতে বাংলা লিখা বা টাইপ ভালভাবে জানা না থাকলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হয় না।
আজকের পোস্টের শুরুর দিকে আমরা বিজয় কিবোর্ড থেকে বাংলা টাইপ করার কিছু নিয়ম আলোচনা করব। তারপর বাংলা লিখার অক্ষর এবং যুক্তবর্ণ লিখার নিয়ম সম্পর্কে আলোচনা করব।
বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপ করবেন?
অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী মনে করে যে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং সহজে করা যায়, এতে করে তারা বিভিন্ন অনলাইন প্লাটফরমে শর্টকার্ট পদ্ধতি খুজে বেরায়। প্রকৃতপক্ষে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে দীর্ঘদিন অনুশীলন করতে হবে। এক্ষেত্রে আপনি যত শর্টকার্ট পদ্ধতি অনুশীলন করুন না কেন পরিপূর্ণ ভাবে টাইপ শিখতে পারবেন না। আবার যদি কোন দক্ষ প্রশিক্ষক আপনাকে কম্পিউটারের প্রোগ্রাম ভালো করে শিখিয়ে দিতে পারলেও আপনার অনুশীলন ছাড়া অন্য কেউ শর্টকার্ট নিয়ম দিয়ে টাইপিং শিখিয়ে দিতে পারবে না। আমি নিজেও আপনাকে এই পোস্টের মাধ্যমে শিখাতে পারবো না, যদি না আপনি ধৈর্য সহকারে অনুশীলন না করেন। তবে আশা করি এই পোস্টের মাধ্যমে যে কৌশল গুলো শেয়ার করব তা আপনাকে দ্রুত বাংলা টাইপিং শিখাতে সাহয্য করবে।
শুরুতে মনে রাখবেন আপনি ইংরেজি টাইপ না শিখে প্রথমে বাংলা টাইপ শিখতে যাবেন না। তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। বাংরা টাইপিং শিখার আগে অবশ্যই ইংরেজি টাইপ পুরোপরি ভাবে শিখতে হবে, তাহলে আপনি বাংলা টাইপ খুব সহজে শিতে পারবেন।
ইংরেজি টাইপ শেখা শুরু করার পূর্বে আপনাকে কিবোর্ডের হোমকি সম্পর্কে জানতে হবে। মূলত কিবোর্ডের হোমকি হলো ০৮(আট) টি । যেগুলো হলো- F D S A J K L ; । ইংরেজি বা বাংলা টাইপিং শিখার সময় বা লিখার সময় আপনি এই হোমকি গুলো অনুসরন করবেন।
বিজয় কিবোর্ড বাংলা টাইপিং সফটওয়্যার এ কিভাবে বাংলায় কম্পিউটারে লিখবেন সেই নিয়ম গুলো হলো-
১ম ধাপঃ প্রথমে আপনার কম্পিউটারে বিজয় ৫২ বাংলা কিবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
২য় ধাপঃ বিজয় কিবোর্ডে বাংলা টাইপ করার জন্য দুটি নিয়ম আছে। একটি হলো বিজয় ক্লাসিক এবং অন্যটি হলো ইউনিকোড। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার ক্ষেত্রে বিজয় ক্লাসিক ব্যবহার করতে হয়। আর অনলাইনে বাংলা লিখার জন্য ইউনিকোড ব্যবহার করতে হয়।
৩য় ধাপঃ বিজয় কিবোর্ডটি আপনার কম্পিউটারে সেটআপ করা হয়ে গেলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করুন। তারপর বিজয় ক্লাসিক অপশনটি চালু করতে আপনাকে কিবোর্ড থেকে Ctrl+Alt+B বাটন একসাথে চাপুন। তারপর মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ফন্টে গিয়ে SutonnyMJ ফন্ট সিলেক্ট করুন। যদিও বিজয় ক্লাসিকে ডিফল্ট ভাবে SutonnyMJ ফন্টে লিখাগুলো দেখায়।
৪র্থ ধাপঃ অনলাইন বা অন্য কোথাও বিজয় কিবোর্ডে বাংলা লিখতে চাইলে ইউনিকোড অপশনটি চালু করতে হবে। এরজন্য আপনাকে কিবোর্ডের Ctrl+Alt+V বাটন একসাথে চাপতে হবে।
৫ম ধাপঃ আপনার কম্পিউটারে টাইপিং করার জন্য বাংলায় থেকে ইংরজিতে ফিরে আসতে হলে যে অপশনে আছেন সেটার শর্টকার্ট কি চাপতে হবে। যেমন- ক্লাসিক বিজয় মোড থেকে ইংরেজি মোডে যেতে হলে Ctrl+Alt+B বাটন একসাথে চাপতে হবে আবার ইউনিকোড থেকে বাংলায় ফিরে আসতে হলে Ctrl+Alt+V বাটন একসাথে চাপতে হবে।
আরও পড়ুনঃ ওয়েবসাইট (Website) কি? ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য যে নিয়ম গুলো আছে তা আমাদের জানতে হবে, তবে প্রথম অবস্থায় এই নিয়মগুলো মনে নাও থাকতে পারে। এতে করে হতাশ হবার কোন দরকার নেই, অনুশীলনের মাধ্যমে শিখে নিতে হবে।
বাংলা ভাষার মোট ১১ টি স্বরবর্ণ আছে। বাংলা টাইপ শেখার ক্ষেত্রে প্রথমে স্বরবর্ণ দিয়ে বাংলা টাইপ শুরু করবেন। বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে স্বরবর্ণ টাইপ করবেন তা নিচে দেওয়া হলো। ‘অ’ ছাড়া বাকি সব স্বরবর্ণ লেখার জন্য শুরুতে ‘G’ চাপতে হবে।
বাংলা স্বরবর্ণ | টাইপ করার নিয়ম |
অ | Shift + F |
আ | G + F |
ই | G + D |
ঈ | G+Shift+D |
উ | G + S |
ঊ | G+Shift+S |
ঋ | G+A |
এ | G+C |
ঐ | G+Shift+C |
ও | X |
ঔ | G+Shift+X |
বাংলা ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম
বাংলা স্বরবর্ণ শেখা ভালোভাবে হয়ে গেলে আপনি কীবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ লিখা শুরু করবেন। কারন স্বরবর্ণ ভালোভাবে আয়ত্ব করা হলে ব্যঞ্জনবর্ণ লিখা শিখতে সহজ হবে।
বাংলা ব্যঞ্জনবর্ণ | টাইপ করার নিয়ম |
ক | J |
খ | Shift + J |
গ | O |
ঘ | Shift + O |
ঙ | Q |
চ | Y |
ছ | Shift + Y |
জ | U |
ঝ | Shift + U |
ঞ | Shift + I |
ট | T |
ঠ | Shift + T |
ড | E |
ঢ | Shift + E |
ণ | Shift + B |
ত | K |
থ | Shift + K |
দ | L |
ধ | Shift + L |
ন | B |
প | R |
ফ | Shift + R |
ব | H |
ভ | Shift + H |
ম | M |
য | W |
র | V |
ল | Shift + V |
শ | Shift + M |
ষ | Shift + N |
স | N |
হ | I |
ড় | P |
ঢ় | Shift + P |
য় | Shift + W |
ৎ |
|
ং | Shift + Q |
ঃ | Shift + |
ঁ | Shift + 7 |
যুক্তবর্ণ টাইপ করার নিয়ম
বাংলা ভাষায় অসংখ্যা যুক্তবর্ণ আছে। বাংলা লিখতে গেলে সচরাচর যে সকল যুক্তবর্ণ ব্যবহার করা হয় তার প্রায় সবগুলো যুক্তবর্ণ নিচে দেওয়া হলো।
বাংলা যুক্তবর্ণ | টাইপ করার নিয়ম |
|
|
দ্ম(দ+ম) | L+G+M |
ক্ষ(ক+ষ) | J+G+ShiftN |
হ্ম(হ+ম) | I+G+M |
ত্র(ত+র-ফলা) | K+Z |
ঞ্চ(ঞ+চ) | Shift I+G+Y |
ঞ্জ(ঞ+জ) | Shift I+G+U |
ক্র(ক+র-ফলা) | J+Z |
ক্ম(ক+ম) | J+G+M |
গ্ম(গ+ম) | O+G+M |
ত্থ(ত+থ) | K+G+ Shift K |
ক্স(ক+স) | J+G+N |
গ্ধ(গ+ধ) | O+G+ Shift L |
ঙ্খ(ঙ+খ) | Q+G+ Shift J |
ন্ধ(ন+ধ) | B+G+ Shift L |
শ্ম(শ+ম) | Shift M+G+M |
ষ্ণ(ষ+ণ) | Shift N+G+ Shift B |
স্ক্র | N+G+J+Z |
ট্ট(ট+ঠ) | T+G+T |
ক্ষ্ম(ক্ষ+ম) | J+G+ Shift N+M |
জ্ঞ(জ+ঞ) | U+G+ Shift I |
হ্ন(হ+ন) | I+G+B |
ন্ঠ(ন+ঠ) | B+G+ Shift T |
ক্ত(ক+ত) | J+G+K |
আমাদের আজকের বিষয় ছিল কম্পিউটারে বাংলা লিখার নিয়ম যা কিনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি যারা কম্পিউটারে বাংলা টাইপিং শিখতে চান তারা এই পোস্টি থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। যদি আপনাদের পোস্টি ভাল লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকার জন্য ওয়েবসাইট টি শেয়ার করুন।
ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য
https://www.infobdteach.com/