বর্তমানে প্রায় নিয়মিতই এসি বিস্ফোরন এ নানা দুর্ঘটনার খবর পাওয়া যায়। এক সময় ছিল এই যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ হিসেবে বিবেচনা করা হত। কিন্তু বর্তমান সময়ে গরমের তীব্রতা বাড়ার কারণে তা এখন প্রয়োজনের বস্তু হয়ে দাড়িয়েছে। তবে এই যন্ত্রটির যদি সঠিক ব্যবহার জানা না থাকে তাহলে কখনো কখনো নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।
আরও পড়ুনঃ আগুন লাগলে করনীয় কিছু কার্যকরী কৌশল
গত বেশ কয়েক বছর ধরে দেশে প্রচন্ড গরমে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে পরেছে। যার ধারাবাহিকতায় এ বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকড করা হয়েছে। যার কারণে মানুষের ক্রয়সীমার মধ্যে না থাকা সত্ত্বেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার জন্য বাধ্য হচ্ছে।
আরও পড়ুনঃ জনপ্রিয় কিছু মুভি ডাউনলোড করার ওয়েবসাইট ২০২৪
আর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এই প্রচন্ড গরমে মানুষকে প্রশান্তি দিয়ে থাকে। দেশে প্রচন্ড তাপদাহ এবং বাতামে আদ্রতার কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চাহিদা বহু গুনে বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারে সঠিক জ্ঞান না থাকার কারণে এসি বিস্ফোরন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কেন এসি বিস্ফোরন হয় এবং এসি বিস্ফোরন প্রতিরোধের উপায় কি?
আরও পড়ুনঃ রয়েল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা ও ইতিহাস
আশাকরি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে এসি বিস্ফোরন হওয়ার কারণ এবং তা কিভাবে প্রতিরোধ করবেন এ সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন। আর এই গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকার কারণে আপনি নিজের পরিবার ও অন্যদেরকে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারবেন। কারণ একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা আজীবন সাথে করে বয়ে বেড়াতে হয়।
আরও পড়ুনঃ বিটকয়েন (Bitcoin) কি ও কিভাবে কাজ করে?
চলুন জেনে নেওয়া যাক এসি বিস্ফোরন কেন হয় এবং তা প্রতিরোধে আমাদের করণীয় কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
এসি বিস্ফোরন কেন হয়
- এসির পাওয়ার কেবল সঠিক স্পেক এর ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে।
- এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাসট হতে পারে যার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
- এসির রেফ্রিজারেন্ট লিক হলে- বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চ চাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্ট লিক হয় তাহলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিছু কিছু রেফ্রিজারেন্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে আসলে আগুন ধরে যেতে পারে। যার ফলে এসি বিস্ফোরন ঘটতে পারে।
- এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে এসি বিস্ফোরন ঘটতে পারে।
- কম্প্রেসরের পরিমানের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে এসি বিস্ফোরন ঘটতে পারে।
- কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমান রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা পরিমানের চেয়ে বেড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
- কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
- সঠিকভাবে এসি ভ্যাকুয়াম না করলে দুর্ঘটনা ঘটতে পারে।
- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো?
এসি বিস্ফোরন প্রতিরোধে আমাদের করণীয়
- এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
- ভালো মানের ও সঠিক স্পেকের পাওয়ার কেবল ব্যবহার করতে হবে।
- কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার নিয়মিত পরীক্ষা করতে হবে।
- এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না তা নিয়মিত পরীক্ষা করতে হবে।
- কম্প্রেসরে প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট আছে কি না তা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করতে হবে।
- কম্প্রেসরে প্রয়োজন অতিরিক্ত রেফ্রিজারেন্ট চার্জ না করা।
- নিয়মিত সঠিকভাবে এসি ভ্যাকুয়াম করা।
- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।
- বাজারের নিম্নমানের বা কপি করা কোন ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসর না কেনা ও ব্যবহার থেকে বিরত থাকা।
- ভালো মানের কোম্পানির বা ব্র্যান্ডের এসি, কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট কেনা ও ব্যবহার করা।
Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে
পরিশেষে বলা যায়, উপরের বিষয় গুলো এসি ব্যবহারের সময় যদি আমরা নিয়মিত পালন করি তাহলে যে কোনো ধরণের দুর্ঘটনা বা এসি বিস্ফোরন ঘটার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কারণ সচেতনতাই পারে যে কোনো ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে। একটি দুর্ঘটনা একটি পরিবারের সকল আশা ভরসা নিমিশেই শেষ করে দিতে পারে। আশাকরি এ ধরণের দুর্ঘটনা কারও জীবনে বা পরিবারে কখনোও বয়ে না আসুক।