Site icon Info IT BD

জনপ্রিয় কিছু অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ

বর্তমানে অনলাইন থেকে অর্থ-উপার্জনের জন্য বিস্বস্থ ও জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ চেনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শতভাগ বিশ্বাসের সাথে অনলাইনে ইনকাম করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আজকে আমি আপনাদের সাথে এমন কিছু অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ শেয়ার করবো যা কিনা বিগত কয়েক বছর ধরে বিশ্বস্থতার সাথে পেমেন্ট করে আসছে।

আপনারা যদি বিস্বস্থ অনলাইন ইনকাম সাইট এবং অ্যাপ লিখে সার্চ করেন এবং আমাদের ওয়েবসইটে প্রবেশ করেন তাহলে আশাকরি আজকের আর্টিকেলটির মাধ্যমে অনেক উপকৃত হবেন।

বর্তমানে অনলাইনে ইনকাম করার জন্য অনেক অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ রয়েছে। যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি যেমন- Facebook, Google, Youtube, Amazon Affiliate, Upwork, Freelancer, Fiverr, eBay এর মত সাইটগুলো সম্পর্কে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনকিছু অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করবো, যার ফলে আপনি কম্পিউটার বা মোবাইল ফোন যে কোনটিতেই কাজ করে ইনকাম করতে পারবেন।

আরও পড়ুনঃ জনপ্রিয় কিছু মুভি ডাউনলোড করার ওয়েবসাইট ২০২৪

জনপ্রিয় কিছু অনলাইন ইনকাম সাইট ও অ্যাপস:

আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কিনা অনলাইন থেকে ফ্রী টাকা ইনকাম করতে চান। কিন্তু সঠিক অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ খুঁজে না পাওয়া এবং না জানার কারণে অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে পারে না, বরং প্রতারিত হয়ে থাকে।

FanFare হতে ইনকাম:

বর্তমানে ফ্রীতে টাকা ইনকাম করার সেরা অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে FanFare অ্যাপস অন্যতম। এই অ্যাপ থেকে আপনি ঘরে বসে ফ্রীতে ইনকাম করতে পারবেন। কিভাবে এই অ্যাপ থেকে ইনকাম করবেন তা নিম্নে আলেচনা করা হলো।

আরও পড়ুনঃ NFC কি? NFC কিভাবে কাজ করে?

FanFare অ্যাপ থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে আপনার Smartphone টিতে Google Play Store থেকে FanFare অ্যাপসটি ইন্সটল করতে হবে। তারপর আপনার Facebook এবং Gmail একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সফলভাবে Signup হয়ে গেলে নিচে থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ফোনের ক্যামেরাটি অন করুন। এবার হাতের কাছে থাকা যেকোন একটি ব্র্যান্ড বা কোম্পানির প্রোডাক্টের ভিডিও করে আপলোড করে দিন।

অর্থাৎ, আপনার হাতের কাছে থাকা পানির বতল, সাবান, মোবাইল, কম্পিউটার, লেপটপ ইত্যাদি যেকোন পন্যের ভিডিও তৈরি করুন এবং আপলোড করুন। তবে অবশ্যই কোম্পানির নাম/লোগো সহ সম্পূর্ণ প্রোডাক্টের ভিডিও করুন। আর এই ভিডিও যত ভালো হবে আপনি তত বেশি অর্থ আয় করতে পারবেন।

আপনার আপলোড করা ভিডিওটি FanFare রিভিও করে Approved করলে আপনার একাউন্টে কিছু পয়েন্ট যোগ হয়ে যাবে।
আর আপনি চাইলে এইসব পয়েন্ট দিয়ে FanFare থেকে নত্য প্রয়োজনীয় পন্য অর্ডার করতে পারবেন। তবে বলে রাখা ভাল যদিও এখান থেকে সরাসরি ইনকাম করা অর্থ আপনি ইনক্যাশ করতে পারবেন না। তবে পরক্ষভাবে আপনি এখান থেকে আয় করতে পারবেন কেনা-কাটা করার মাধ্যমে।

Pi Network হতে ইনকাম:

বর্তমানে অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে Pi Network অ্যাপটিও অন্যতম। Pi Network হচ্ছে ক্রিপ্টকারেন্সি এর সমতুল্য। যা আপনি বিট কয়েন/ইথিরাম ইত্যাদি হিসেবে জানেন। আর Pi Network এর আরেকটি নাম হচ্ছে Pioneer Coin।

Pi Network থেকে ইনকাম করতে হলে:-

তবে বলে রাখা ভাল Pi Network বর্তমানে মার্কেটিং শুরু হয়নি যার ফলে এর মূল্য নির্ধারণও হয়নি। তাই এখন এর কাজ শুরু করে জমিয়ে রাখুন। খুব শিগ্রই এর কার্যক্রম শুরু হবে, তখন এর মূল্য বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে।

Telegram হতে ইনকাম:

টেলিগ্রাম অন্যান্য সামাজিক যোগাযোগের মতই জনপ্রিয় মাধ্যম। বর্তমানে প্রায় ১ বিলিয়ন এর বেশি মানুষ Telegram ব্যবহার করছে। আর বর্তমানে আপনি চাইলে এই Telegram কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন। কারণ টেলিগ্রামও অন্যান্য অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে অন্যতম।

Telegram থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে Google Play Store থেকে এই অ্যাপটি ইন্সটল করুন। তারপর সেখানে একাউন্ট রেজিস্ট্রেশন করে একটি চ্যানেল তৈরি করুন। তবে Telegram এ ইউটিউবের মতো ভিডিও আপলোড করতে হবে না। এখানে শুধু চ্যানেল তৈরি করতে হবে এবং সেই চ্যানেলে মানুষ এ্যাড করতে হবে।

Telegram চ্যানেল ফেসবুকের গ্রুপের মতোই কাজ করে। আপনার যদি ৫০০ থেকে ১,০০০ মানুষের একটি চ্যানেল থাকে তাহলে আপনি অনায়াসে Telegram থেকে ফ্রি ইনকাম করতে পারবেন।

আবার আপনি চাইলে নিজেস্ব Telegram চ্যানেলে লিড তৈরি করে বা ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েটিং করওে আয় করতে পারবেন। এছাড়াও বিভিন্ন Telegram গ্রুপে জয়েন করে ছোট বড় কাজ করেও আয় করতে পারবেন। যেমন, Telegram এ অনেক গ্রুপ রয়েছে যেগুলো আপনি সাবস্ক্রাইব, লাইক,শেয়ার, ফেসবুক ফলো, শেয়ার, কমেন্ট ইত্যাদি কাজ করে আয় করতে পারবেন।

TikTok হতে ইনকাম:

বর্তমানে টিকটক ব্যবহার করেনি এমন সংখ্যাক মানুষ খুব কমই পাওয়া যাবে। বাংলাদেশে টিকটক জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে অন্যতম। তবে আমরা অনেকেই জানি না টিকটক থেকে কিভাবে ইনকাম করা যায়। আবার অনেকেই মনে করে এই অ্যাপটিকে শুধু এন্টারটেইমেন্ট এর জন্য ব্যবহার করে থাকে।

বর্তমানে যে কেউ চাইলে টিকটক এর পার্টনার প্রোগ্রামে যোগ হয়ে টিকটক থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। টিকটক থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য Google Play Store থেকে এই অ্যাপটি ইন্সটল করতে হবে। অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করে আপনার জিমেইল বা ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। তারপর একটি ভিডিও আপলোড করবেন। যেহেতু টিকটক একটি শর্ট ভিডিও প্লাটফর্ম তাই চেষ্টা করবেন শর্ট ভিডিও আপলোড করার। তবে এক মিনিটের ভিডিও গুলো বেশি সাড়া পাওয়া যায়।

TikTok এ নিয়মিত নিজের তৈরি করা শর্ট ভিডিও গুলো আপলোড করার পর আপনি টিকটক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন হওয়ার পর টিকটক থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে টিকটক এ কোন কোম্পানি বা ব্র্যান্ডকে রেফার করেও আয় করতে পারবেন।

Shutter stock হতে ইনকাম:

আপনি যদি ছবি তুলতে পছন্দ করে থাকেন তাহলে Shutter stock আপনার জন্য। কারণ এটিও অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে অন্যতম। এখানে আপনি আপনার তোলা ছবি গুলো অনলাইনে বিক্রি করে প্রতি মাসে ২০ থেকে ৫০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন। Shutter stock Contributor থেকে ফ্রিতে টাকা আয় করার জন্য প্রথমে Google Play Store থেকে এই অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর আপনার প্রোফাইলটি শত ভাগ কমপ্লিট করুন। এরপর আপনার মোবাইল দিয়ে তোলা ভাল ছবিগুলো Shutter stock Contributor অ্যাপে আপলোড করুন।

আপনার আপলোডকৃত ছবিগুলো Shutter stock Contributor টিম রিভিউ করবে এবং সেগুলো যদি আপনার মোবাইল দিয়ে তোলা হয় তাহলে তারা Approved করে দিবে এবং ছবিগুলো তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এখন কোন ব্যক্তি যদি তাদের ওয়েবসাইট থেকে আপনার ছবি ডাউনলোড করে তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন।

TeraBox হতে ইনকাম:

বর্তমানে TeraBox অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলোর মধ্যে বেশি জনপ্রিয়। আমরা সকলেই জানি Google Drive সম্পর্কে। আর TeraBox Google Drive এর মতই একটা অ্যাপ। যার মাধ্যমে File Backup এবং File Sharing করা যায়। আর TeraBox ফ্রিতে 1TB (1024 GB) ক্লাউড স্টোরেজ প্রদান করে থাকে। TeraBox এর মাধ্যমে Link Shoert এবং File Sharing করে ইনকাম করা যায়।

TeraBox থেকে দুটি পদ্ধতির মাধ্যমে ইনকাম করা যায়।

১. Link Shortner: এখানে আপনি ভিডিও, ফাইল ইত্যাদি লিংক শর্ট করতে পারবেন। ভিজিটররা যখন এই লিংকে ভিজিট করবে তখন তাদের সামনে ৩ টা থেকে ১০ টা পযর্ন্ত Step আসতে পারে। CPM Settings থেকে কমানো এবং বাড়ানো যায়।TeraBox বাংলাদেশের জন্য সর্বোচ্চ ১০ ডলার CPM দিয়ে থাকে। অর্থাৎ আপনার লিংকে ১,০০০ ভিজিটর আসলে আপনি ১০ ডলার পাবেন।

২. File Sharing: TeraBox File and Video Sharing এর মাধ্যমে ভিডিও শেয়া করেও ইনকাম করা যায়। TeraBox ১,০০০ ভিডিও প্লে এর জন্য $১.৩ ডলার দিয়ে থাকে।

পরিশেষে, যদি উপরে উল্লেখিত অনলাইন ইনকাম সাইট ও অ্যাপ গুলো থেকে ইনকাম করতে চান তাহলে এই সকল অ্যাপ গুলোতে কাজ করতে পারেন। কারণ এই সকল অ্যাপ গুলো বিস্বস্থতার সাথে দীর্ঘদিন যাবৎ পেমেন্ট করে আসছে, আর এখানে কাজ করা সহজের পাশাপাশি সফলতাও অর্জন করা যায়।

Info IT BD সকল আপডেট পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেলে

Exit mobile version